
চীনের হুবেই প্রদেশে থাকা ১৭২ জন বাংলাদেশি শিক্ষার্থীকে দেশে ফেরত পাঠাতে আপত্তি রয়েছে চীন সরকারের। এই শিক্ষার্থীদের করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি রয়েছে। তারা ফিরে এলে বাংলাদেশেও ছড়িয়ে পরতে পারে করোনা ভাইরাস। বাংলাদেশের জনগণের বৃহত্তর স্বার্থ বিবেচনা করে এমনটাই ভাবছে বন্ধুপ্রতিম দেশটি।
সোমবার ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং এমনটাই জানালেন হুবেই প্রদেশে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের বিষয়ে। ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত সংলাপে তিনি বললেন, এই শিক্ষার্থীরা করেনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন। তাই আমি চাই না এদের দেশে ফেরার মধ্য দিয়ে বাংলাদেশেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ুক।
এসময় রাষ্ট্রদূত করেনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য পরামর্শ দেন, চীন থেকে কেউ বাংলাদেশে এলে তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখতে হবে। রাষ্ট্রদূত আপাতত চীন ভ্রমণে না যাওয়ার পরামর্শও দেন।