
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তার শ্বাসকষ্ট শুরু হলে দ্রুতই হাসপাতালে স্থানান্তর করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছে। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলেও জানান ডাক্তার কনক কান্তি বড়ুয়া।
স্মর্তব্য, ২০১৯ সালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ ছিলেন। সেই সময় তার মৃত্যু হয়েছে বলে গুজব ছড়িয়ে পরেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তরুণ চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় সে যাত্রায় কোন দুর্ঘটনা ঘটেনি। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশের বাইরে নেয়া হয়।