কক্সবাজার রেল স্টেশন নির্মাণ শুরু

0
1682

প্রকল্প গ্রহনের দুই যুগ পরে শুরু হয়েছে দোহাজারী-কক্সবাজার-গুনদুম রেললাইন প্রকল্পের কাজ। প্রকল্পের অংশ হিসেবে কক্সবাজার রেল স্টেশন নির্মাণের কাজও শুরু হয়েছে।

শুক্রবার প্রকল্প সংশ্লিষ্ট গোলাম মাসরুর শাহীন জানান, কক্সবাজার রেল স্টেশনের কাজ শুরু হয়েছে। তিনি আশা করছেন নির্ধারিত সময়ের মধ্যেই সুষ্ঠুভাবে এই কাজ সম্পন্ন হবে।

এই রেল প্রকল্পে মিটার গেজ সিঙ্গেল লাইনের পরিবর্তে ব্রডগেজ ডুয়েল লাইন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মিটার গেজের পরিবর্তে ব্রডগেজ লাইন করার সিদ্ধান্ত নেয়া হয়।

দফায় দফায় পকল্পের কাজ পিছিয়েছে। অবশেষে চলতি বছরের ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেয়া হয়েছে। ইতোমধ্যেই প্রকল্পের প্রাক্কলিত বাজেট ১৩ হাজার ২৯ কোটি ৬৭ লাখ টাকার বরাদ্দ বহুগুন বাড়াতে হয়েছে। বর্তমান প্রাক্কলিত বাজেট ২ হাজার কোটি টাকা।

২০১০ সালের ৬ জুলাই একনেক সভায় প্রকল্পের অনুমোদন দেয়া হয়। তখন এটি মিটার গেজ করার কথা ছিল।

Posted by Golam Mashrur Shaheen on Friday, 17 January 2020