করোনা ইস্যুতে ম্যাশের কৃতজ্ঞতা

0
964

চিকিৎসক, নার্স, পুলিশ, স্বেচ্ছাসেবী ও সাংবাদিকদের শ্রদ্ধা জানিয়েছেন মাশরাফি বিন মর্তুজা কৌশিক। নিজেদের জবিনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করায় তিনি এ শ্রদ্ধা নিবেদন করলেন।

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি ফেসবুকে তার ভেরিফাইড পেইজে এ শ্রদ্ধার কথা প্রকাশ করেন। তিনি একটি ছবি পোস্ট করেন। তাতে লিখেছেন, আমাদের সুরক্ষিত রাখায় অসংখ্য ধন্যবাদ। তারপর লিখেন পাঁচ ধরনের পেশাজীবীর কথা।

মাশরাফি তার কৃতজ্ঞতায় রেখেছেন চিকিৎসক, নার্স, পুলিশ, স্বেচ্ছাসেবী ও সাংবাদিকদের।

এর আগে, গত ২৩ মার্চ সন্ধ্যা ৭টায় মাশরাফি তার পেইজে একটি ভিডিও বার্তা দিয়েছেন। ৪ মিনিট ৪৫ সেকেন্ডের সেই বার্তায় সবার প্রতি আহ্বান জানিয়েছেন ঘরে থাকার জন্য। বলেছেন করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সচেতন হওয়ার জন্য। বিশেষজ্ঞদের পরামর্শ শোনারও পরামর্শ দেন তিনি সেই বার্তায়।

উল্লেখ্য, করোনা মোকাবেলায় গঠিত ফান্ডে ২ লাখ ২৫ হাজার টাকা দিয়েছেন বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক ম্যাশ। তিনি এক হাজারেরও বেশি পরিবারকে ইতোমধ্যেই খাবার সামগ্রি দিয়েছেন। এছাড়া চিকিৎসক ও নার্সদের ৫০০ পিপিই দিয়েছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি।

২৩ মার্চ সন্ধ্যা ৭টায় পোস্ট করা ৪ মিনিট ৪৫ সেকেন্ডের ভিডিও ক্লিপ: