করোনা: সাংবাদিক খোকনের স্ত্রী ও ছেলে আক্রান্ত

0
641
করোনা ভাইরাসে মৃত্যুবরণকারী প্রথম সাংবাদিক হুমায়ুন কবির খোকন, তার স্ত্রী ও ছেলে আবির। ফাইল ছবি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সাংবাদিক হুমায়ুন কবির খোকনের ছেলে আশরাফুল আবির ও তার মা প্রাণঘাতি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার রাতে আবির ও তার মায়ের কারোনা ভাইরাসের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি নজরুল কবির তার ফেসবুক টাইমলাইনে শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক ও সিটি এডিটর হুমায়ুন কবির খোকন করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর রিজেন্ট হাসপাতালে মারা যান। করোনা ভাইরাসে মারা যাওয়া প্রথম সাংবাদিক হুমায়ুন কবির খোকন।

বৃহস্পতিবার প্রয়াত সাংবাদিক খোকনের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার দেয়া রিপোর্টে তার স্ত্রী ও একমাত্র ছেলে আশরাফুল আবিরের শরীরে করোনা পজেটিভ ধরা পরে। তাদের রাতেই রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশরাফুল আবির নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র।