স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা জানিয়েছেন, দেশে আরও ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২ জন পুরুষ ও একজন নারী রয়েছেন। আক্রান্তরা সবাই আলাদা আলাদা পরিবারের সদস্য। এদের মধ্যে ৭০ বছর বয়েসী ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিইউ-তে রাখা হয়েছে।
শুক্রবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর নিয়মিত ব্রিফিংয়ে অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি বলেন, আক্রান্ত অপর দুইজনের বয়স ৩০ বছরের মধ্যে।
ডাক্তার নাসিমা সুলতানা জানান, আক্রান্তদের মধ্যে একজন ইতালি ফেরত। অন্য দুই জন বিদেশ ফেরতদের সংস্পর্শে আক্রান্ত হয়েছেন।
ব্রিফিংয়ে জানানো হয়, বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৪ জন। এছাড়া আইসোলেশনে রয়েছেন ৩০ জন।
ডাক্তার নাসিমা সুলতানা বলেন, এ পর্যন্ত ৬ লাখ ৩৮ হাজার ৭৭৪ জনকে স্ক্রিনিং করা হয়েছে। এরমধ্যে গত ২৪ ঘন্টায় স্ক্রিনিং করা হয়েছে ৭ হাজার ২৩৬ জনকে।
তিনি জানান, দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে আসা ৩ হাজার ১৬৯ জনকে স্ক্রিনিং করা হয়েছে। এর বাইরে মংলা ও চট্টগ্রাম সমুদ্র বন্দরে স্ক্রিনিং করা হয়েছে ২২১ জনকে। ঢাকা ক্যান্টনমেন্ট ও বেনাপোল রেল স্টেশনে ৭ হাজার ২৯ এবং স্থলবন্দরগুলোতে ৩ হাজার ৮৫৬ জনকে স্ক্রিনিং করা হয়েছে।