করোনায় আক্রান্ত ‘মানবতার ফেরিওয়ালা’

0
309

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। কোভিড-১৯ রোগে মৃত ব্যক্তিদের দাফন করে দেশ বিদেশে আলোচিত তিনি। এবার করোনায় আক্রান্ত হয়েছেন ‘মানবতার ফেরিওয়ালা’ উপাধি পাওয়া এই কাউন্সিলর।

রোববার ফেসবুক লাইভে এসে তিনি নিজের আক্রান্ত হওয়ার খবরটি জানান।

কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও তার স্ত্রী লুনা। তারা দুই জনই এখন করোনায় আক্রান্ত

এর আগে ২৩ মে জানা যায় তার স্ত্রী লুনা করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার স্বামীর আক্রান্ত হওয়ার খবর জেনে স্ত্রী আরও অসুস্থ হয়ে পড়েন। তার শরীর নিস্তেজ হয়ে এসেছে এবং শ্বাস কষ্ট বেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিদিনকার ব্রিফিংয়ে সারা দেশে কতগুলো আইসোলেশন শয্যা ও আইসিইউ বেড রয়েছে সে হিসেব দেয়া হলেও শনিবার নারায়ণগঞ্জ ও ঢাকার কোন হাসপাতালেই একটি আইসিইউ শয্যার ব্যবস্থা করা যায়নি।

খোরশেদ ও তার টিম শুক্রবার পর্যন্ত ৬১ জনের মরদেহ দাফন ও সৎকার করেন।