করোনায় আক্রান্ত ৫২ নার্স

0
659
ফাইল ছবি

করোনা ভাইরাসে দেশের ৫২ জন নার্স আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২৪ জন বেসরকারি হাসপাতালে কর্মরত। বাকি ২৮ জন সরকারি হাসপাতালে কর্মরত নার্স।

শুক্রবার রাতে স্বাধীনতা নার্সেস পরিষদের মহাসচিব ইকবাল হাসান সবুজ আর্ট নিউজকে এ তথ্য জানান।

ইকবাল হাসান জানান, এই ৫২ জন নার্স ছাড়াও আরও আড়াইশ জন বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন।

তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে নার্সরা সেবা দিচ্ছেন। শুধু মাত্র কুর্মিটোলা জেনারেল হাসপাতালেই প্রায় ২০০ করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। অথচ সেখানে নার্সদের পিপিই দেয়া হয়নি।

ইকবাল হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, কুর্মিটোলা হাসপাতালে ওয়ার্ড, কেবিন ও আইসোলেশন ইউনিটে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে। হাসপাতালটির কর্তৃপক্ষ বলছে, শুধুমাত্র করোনা ওয়ার্ডে যারা ডিউটি দিচ্ছেন তারাই পিপিই পরবেন। বাস্তবতা হচ্ছে, এ মুহূর্তে সংক্রমণের ঝুঁকি এড়াতে সব নার্সেরই পিপিই প্রয়োজন।

মিরপুরের শিশু হাসপাতালের একজন সিনিয়র নার্স জানান, তাদের হাসপাতালে ডাক্তার, নার্স ও ওয়ার্ড বয় মিলে প্রায় সাড়ে ৩০০ জন দায়িত্ব পালন করছেন। অথচ তাদের হাসপাতালে পিপিই দেয়া হয়েছে ২০০টির মত। তিনি নিজেও পিপিই পাননি জানিয়ে আর্ট নিউজকে বলেন, প্রতি মুহূর্তে করোনা ভাইরাসের সংক্রমণের শঙ্কা নিয়েই ডিউটি করতে হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশে গত ২৪ ঘন্টায় আরও ১৫ জন মারা গেছেন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে। এ নিয়ে দেশে মোট ৭৫ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৬৬ জন। এ নিয়ে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৮৩৮ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৮ জন।