করোনায় দুদক পরিচালকের মৃত্যু

0
1015

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পরিচালক জালাল সাইফুর রহমান।

সোমবার ভোরে উত্তরার কুয়েত মৈত্রি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার স্ত্রী ও সন্তানকে আইসোলেশনে রাখা হয়েছে।

জ্বর ও কাশি নিয়ে ৩০ মার্চ থেকে তিনি কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জালাল সাইফুর রহমান প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি ২০১৭ সালে জুলাই মাসে দুদকের পরিচালক হিসেবে নিয়োগ দায়িত্ব পালন করছিলেন।