করোনায় মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে

0
646

আন্তর্জাতিক জরিপ সংস্থা ‘ওয়ার্ল্ডো মিটার’ জানিয়েছে করোনা ভাইরাসের কারণে দুনিয়াজুড়ে এ পর্যন্ত ৪১ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। তাদের হিসেব অনুযায়ী ১৭৭টি দেশের ১৯৯টি অঞ্চলে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে সোয়া ১০টার দিকে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, এ পর্যন্ত ৪১ হাজার ৪০৪ জন মারা গেছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৪১ হাজার ৩৭৮ জন।

ওয়ার্ল্ডো মিটার-এর হিসেব অনুযায়ী গত ২৪ ঘন্টায় ৫৬ হাজার ৭১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৩ হাজার ৬৩৬ জন।

এই পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৭৬ হাজার ৪৪৩ জন। চিকিৎসাধীন আছেন (কোয়ারেন্টাইন ও আইসোলেশন) ৬ লাখ ২৩ হাজার ৫৩১ জন।

প্রতিবেদনে বলা হচ্ছে, বিশ্বজুড়ে প্রতি মিনিটে মারা যাচ্ছেন ৫ দশমিক ৩ জন। ইতালিতে প্রতি মিনিটে মারা যাচ্ছেন ২০৬ জন। স্পেনে এই সংখ্যা মিনিট প্রতি ১৭৭ জন।

সংস্থার প্রতিবেদন অনুযায়ী চীনে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৯ জন। মারা গেছেন ৫ জন। এ নিয়ে চীনে মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৩০৫ জনে।

যুক্তরাষ্ট্র আক্রান্তের দিক থেকে ইতালি, স্পেন ও চীনকেও ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫৫২ জন। মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৮০ হাজার ৩৪০ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪৩৩ জন। মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৫৭৪ জন।

সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে ইতালিতে। গত ২৪ ঘন্টায় ইউরোপের দেশটিতে মারা গেছেন ৮৩৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৪২৮ জনে।

এছাড়া ইউরোপের আরেক দেশ স্পেনে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৫৫৩ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ২৬৯ জন।

https://www.worldometers.info/coronavirus/#countries