এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে গত ২৪ ঘন্টায়। গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে করোনা ভাইরাসে আরও ৪১ জন আক্রান্ত হয়েছেন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৫ জন। এই নিয়ে বাংলাদেশে করোনা ভাইরাসে মোট মারা গেলেন ১৭ জন।

মঙ্গলবার দুপুরে অনলাইন লাইভ ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবিষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর পরিচালক ডাক্তার মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
ডাক্তার ফ্লোরা বলেন, দেশে এই পর্যন্ত ১৬৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ডাক্তার সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪১ জনের মধ্যে ঢাকার ২০ জন ও নারায়ণগঞ্জের ১৫ জন রয়েছেন। এছাড়া ঢাকার কেরাণীগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে এক জন করে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৮ জন পুরুষ ও ১৩ জন নারী রয়েছেন।
মীরজাদী ফ্লোরা জানান, আক্রান্তদের মধ্যে ১০ বছরের নিচে আছে একজন। ১১ থেকে ২০ বছরের মধ্যে চার জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন এবং ৬০ বছরের ওপরে ৫ জন আক্রান্ত হয়েছেন।
আইইডিসিআর পরিচালক আবারও সংক্রমণ প্রতিরোধে সবাইকে ঘরে থাকার অনুরোধ জানান।
Online LIVE Briefing from IEDCR: