গত ২৪ ঘন্টায় দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেলেন ৫০ জন।
বুধবার দুপুরে অনলাইন লাইভ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। তিনি জানান, নতুন করে আক্রান্ত হওয়া আরও ২১৯ জন শনাক্ত হয়েছেন । তিনি জানান, এ পর্যন্ত মোট ১ হাজার ২৩১ জন আক্রান্ত হলেন প্রাণঘাতি এই ভাইরাসে। এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ৭ জন। এ নিয়ে সুস্থ হলেন ৪৯ জন।
করোনায় দেশে ২৪ ঘন্টায় আরও ২১৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩১।
এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি গেছেন ৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৯ জন।
ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ ও অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা যুক্ত হন।
আবুল কালাম আজাদ জানান, করোনা আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মঈনুদ্দিন মারা গেছন। তার বয়স হয়েছিল ৫০ বছর।
তিনি জানান, দুই পুত্র সন্তানের জনক ডাক্তার মাইনুদ্দিনের স্ত্রীও একজন চিকিৎসক। তার নাম ডাক্তার রিফাত জামান।