করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে মারা গেছেন আরও ৩ হাজার ৮৩২ জন। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৩৩০ জন।


মঙ্গলবার ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, এ পর্যন্ত মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৫৬ হাজার ১৭৮ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৪৫০ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৪ লাখ ৬২ হাজার ৯৩৮ জন।
গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১২৩ জন। মঙ্গলবারের হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ৯৬০ জন। এই পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯১ হাজার ৬৪ জন। মোট মৃতের সংখ্যা ২৪ হাজার ৬০০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৪৪৯ জন।
মরণঘাতি এই ভাইরাসে ইতালিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৪৮৮ জন। মারা গেছেন ২১ হাজার ৬৭ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৬০২ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৭ হাজার ১৩০ জন।
স্পেনে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭২ হাজার ৫৪১ জন। মোট মৃতের সংখ্যা ১৮ হাজার ৫৬ জন। সুস্থ হয়েছেন ৬৭ হাজার ৫০৪ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩০০ জন।
ফ্রান্সে গত ২৪ ঘন্টায় কেউ আক্রান্ত যেমন হয়নি, তেমনি কেউ মারাও যাননি, সুস্থও হননি। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৭৭৯ জন। মঙ্গলবারে কেউ মারা না যাওয়ায় ইউরোপের দেশটিতে মৃতের সংখ্যা ১৪ হাজার ৯৬৭ জনই রয়েছেন। সুস্থ হয়েছেন ২৭ হাজার ৭১৮ জন।
গত ২৪ ঘন্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ৬৭ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ১০০ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ২৬১ জন। সুস্থ হয়েছেন ৬৮ হাজার ২০০ জন।
এদিকে, করোনা ভাইরাসের আতুর ঘর চীনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৯ জন। গত ২৪ ঘন্টায় সেখানে কেউ মারা যাননি। দেশটিতে এই নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ২৪৯ জন এবং মারা গেলেন ৩ হাজার ৩৪১ জন।
গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৫২ জন। এ সময়ের মধ্যে মারা গেছেন ৭৭৮ জন। ইউরোপের দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ৮৭৩ জন। মারা গেছেন ১২ হাজার ১০৭ জন।
এছাড়াও গত ২৪ ঘন্টায় বেলজিয়ামে ২৫৪ জন (মোট ৪ হাজার ১৫৭), ইরানে ৯৮ জন (মোট ৪ হাজার ৬৮৩), নেদারল্যান্ডসে ১২২ জন (মোট ২ হাজার ৯৪৫),কানাডায় ৪৩ জন (মোট ৮২৩), স্যুইজারল্যান্ডে ৩৬ জন (মোট ১ হাজার ১৭৪), ইন্দোনেশিয়ায় ৬০ জন (মোট ৪৫৯), মেক্সিকোতে ৩৬ জন (মোট ৩৩২), পর্তুগালে ৩২ জন (মোট ৫৬৭), ফিলিপাইনে ২০ জন (মোট ৩৩৫), রাশিয়ায় ২২ জন (মোট ১৭০), রোমানিয়ায় ২০ জন (মোট ৩৫১), পোল্যান্ডে ১৮ জন (মোট ২৬৩), আলজেরিয়ায় ১৩ জন (মোট ৩২৬), অস্ট্রিয়ায় ১৬ জন (মোট ৩৮৪), ডেনমার্কে ১৪ জন (মোট ২৯৯), সুইডেনে ১১৪ জন (মোট ১ হাজার ৩৩), পাকিস্তানে ৩ জন (মোট ৯৬), ব্রাজিলে ৪৮ জন (মোট ১ হাজার ৩৭৬), দক্ষিণ কোরিয়ায় ৫ জন (মোট ২২২) এবং ইসরায়েলে ১ জন (মোট ১১৭) মারা গেছেন।
এদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে গত ২৪ ঘন্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৬ জনে। এছাড়া, গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২০৯ জন। একদিনে শনাক্তের এটি সর্বোচ্চ সংখ্যা।
দেশে করোনা আক্রান্তে মোট সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১২ জনে। সামাজিকভাবে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়ে যাওয়ায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করেছে।
বাংলাদেশে এ পর্যন্ত ৪ হাজার ৪২ জন আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৮৯ জনকে। সব মিলিয়ে আইসোলেশনে আছেন ৩৮৩ জন।