করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ৩ হাজার ৮৫৩ জন। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৯৫৬ জন।
বৃহস্পতিবার ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, এ পর্যন্ত মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২ লাখ ৭৬ হাজার ১৩৯ জন। মোট মারা গেছেন ২ লাখ ৩১ হাজার ৮৮২ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১০ লাখ ৩৩ হাজার ৫১ জন।
গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৬১৬ জন। যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ৮৯৬ জন। এই পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৭৮ হাজার ৮১০ জন। এ পর্যন্ত মারা গেছেন ৬২ হাজার ৫৫১ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৬৮৬ জন।
মরণঘাতি এই ভাইরাসে ইতালিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫ হাজার ৪৬৩ জন। মারা গেছেন ২৭ হাজার ৯৬৭ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৮৫ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৭২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৫ হাজার ৯৪৫ জন।
স্পেনে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ৬৩৯ জন। মোট মৃতের সংখ্যা ২৪ হাজার ৫৪৩ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯৮৪ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৬৮ জন।
ফ্রান্সে গত ২৪ ঘন্টাও ছিল ফ্রান্সের জন্য খানিকটা স্বস্তির। এই প্রথম দেশটিতে টানা তিন দিন কারও শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি। তবে দুই দিনের বিরতির পর মারা গেছেন ২৮৯ জন। ফলে দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা অপরিবর্তিত রয়েছে। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৯১১ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৪ হাজার ৩৭৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৪৭৬ জন।
গত ২৪ ঘন্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছে ৫৮৪ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ৫১ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬২ হাজার ১২৩ জন। এ পর্যন্ত মারা গেছেন ৬ হাজার ৫১৮ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৫০০ জন।
গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩২ জন। এ সময়ের মধ্যে মারা গেছেন ৬৭৪ জন। ইউরোপের দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭১ হাজার ২৫৩ জন। মারা গেছেন ২৬ হাজার ৭৭১ জন।
করোনা ভাইরাসের আতুর ঘর চীনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ জন। বৃহস্পতিবারও সেখানে কেউ মারা যাননি। দেশটিতে এই নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৮৬২ জন এবং এ পর্যন্ত মারা গেলেন ৪ হাজার ৬৩৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৬১০ জন।
এদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বাংলাদেশে আরও ৫ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮ জনে। গত ২৪ ঘন্টায় নতুন ৫৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে আক্রান্ত ৭ হাজার ৬৬৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি গেছেন ১৬০ জন।
এছাড়াও গত ২৪ ঘন্টায় কানাডায় ১৮৪ জন (মোট ৩ হাজার ১৮০), মেক্সিকোতে ১৬৩ জন (মোট ১ হাজার ৭৩২), সুইডেনে ১২৪ জন (মোট ২ হাজার ৫৮৬), রাশিয়ায় ১০১ জন (মোট ১ হাজার ৭৩), বেলজিয়ামে ৯৩ জন (মোট ৭ হাজার ৫৯৪), তুরস্কে ৯৩ জন (মোট ৩ হাজার ১৭৪), নেদারল্যান্ডসে ৮৪ জন (মোট ৪ হাজার ৭৯৫), ভারতে ৭২ জন (মোট ১ হাজার ১৫১), ইরানে ৭১ জন (মোট ৬ হাজার ২৮), আয়ারল্যান্ডে ৪২ জন (মোট ১ হাজার ২৩২), ব্রাজিলে ৩০ জন (মোট ৫ হাজার ৫৪১), স্যুইজারল্যান্ডে ২১ জন (মোট ১ হাজার ৭৩৭), পোল্যান্ডে ২০ জন (মোট ৬৪৪), রোমানিয়ায় ১৮ জন (মোট ৭১১), ইকুয়েডরে ১৭ জন (মোট ৯০০), পর্তুগালে ১৬ জন (মোট ৯৮৯),পাকিস্তানে ১৫ জন (মোট ৩৫৮), মিশরে ১২ জন (মোট ৩৯২), ইউক্রেনে ১১ জন (মোট ২৬১), ফিলিপাইনে ১০ জন (মোট ৫৬৮), ডেনমার্কে ৯ জন (মোট ৪৫২), ইন্দোনেশিয়ায় ৮ জন (মোট ৭৯২), আলজেরিয়ায় ৬ জন (মোট ৪৫০), অস্ট্রিয়ায় ৪ জন (মোট ৫৮৪), ইসরাইলে ৪ জন (মোট ২১৯), আফগানিস্তানে ৪ জন (মোট ৬৪), অস্ট্রেলিয়ায় ২ জন (মোট ৯১) মরক্কোতে ২ জন (মোট ১৭০), দক্ষিণ কোরিয়ায় ১ জন (মোট ২৪৭) এবং গ্রিসে ১ জন (মোট ১৪০) মারা গেছেন।