সিঙ্গাপুরে একদিনেই ৫৭০ জন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সিঙ্গাপুরে বসবাসকারী ২ হাজার ৫৯৭ জন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।
শনিবার সিঙ্গাপুরের সংক্রামক ব্যাধি কেন্দ্র (এনসিআইডি) জানিয়েছে, দেশটিতে নতুন করে ৯২৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদের অধিকাংশই বাংলাদেশের নাগরিক।
উল্লেখ্য, এ মুহূর্তে দেশের চেয়ে সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশির সখ্যা বেশি। আজ রোববার পর্যন্ত বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৫৬ জন। অন্যদিকে, দেশের বাইরে শুধু সিঙ্গাপুরেই ২ হাজার ৫৯৭ জন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন।