আফগানিস্তানের প্রেসিডেন্ট ভবনে ৪০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার জানানো হয়েছিল প্রেসিডেন্সিল প্যালেসে ২০ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এর একদিন পর জানানো হয় সংখ্যাটি দ্বিগুন।
আফগানিস্তানের অন্তত দুই জন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, প্যালেসে অন্তত ৪০ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। খবর: এএফপি, বিবিসি, নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল।
এদিকে, এএফপি একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, আতঙ্ক ছড়িয়ে পড়া রুখতে প্যালেসে করোনা সংক্রমণের ঘটনা গোপন রাখা হয়েছে।
করোনা ভাইরাসের কারণে ইরান নাজুক অবস্থায় রয়েছে। দেশটি থেকে গত মার্চ মাসে দেড় লাখেরও বেশি আফগান নিজ দেশে ফিরেছেন। আশঙ্কা করা হচ্ছে, ইরান থেকে ফেরা আফগানরা নিজ দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটিয়েছেন।
বিস্তারিত জানতে:
https://www.wsj.com/articles/afghan-presidents-palace-struck-by-coronavirus-11587329024