করোনায় আক্রান্ত হয়ে ইতালির মিলানে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে ইতালিতে সাত বাংলাদেশির মৃত্যু হলো। প্রত্যেকেই বৃহত্তর লোম্বার্দিয়া অঞ্চলে বাস করতেন।
শনিবার স্থানীয় সময় বেলা সাড়ে ৩টায় মারা যান ৪১ বছর বয়েসী মানিক মিয়া।
মানিক মিয়া মিলানের রিগোয়ারদা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার গ্রামের বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ জেলায়।
এর আগে ৮ এপ্রিল মারা যান ৪২ বছর বয়েসী সালাউদ্দীন সৈয়াল। তিনি বেরগামোতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ও সেন্ট্রাল মসজিদের সভাপতির দায়িত্বে ছিলেন। সালাউদ্দীন সৈয়ালের গ্রামের বাড়ি বাংলাদেশের শরীয়তপুর জেলার নড়িয়া থানার ভুমখাড়া ইউনিয়নের পাটদল গ্রামে।
এছাড়া একই দিন ৭২ বছর বয়েসী আনোয়ার হোসেন হীরু রোমের তরপেরগাতা হাসপাতালে মারা যান। আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি বাংলাদেশের পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়।
এর পরদিন মিলান হাসপাতালে মিজান নামের ৪৬ বছর বয়েসী আরেক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। মিজানের গ্রামের বাড়ি বাংলাদেশের মানিকগঞ্জে।