করোনা: ইতালিতে আরেক বাংলাদেশির মৃত্যু

0
542
মো. সালাউদ্দিন সৈয়াল। ছবি: লাবন্য ফারুক

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে মারা গেলেন বাংলাদেশ এসোসিয়েশন বেরগামোর সভাপতি সালাউদ্দিন সৈয়াল। তিনি জিঙ্গুনিয়া হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ইতালি থেকে লাবন্য ফারুক জানিয়েছেন, ইতালির দক্ষিনাঞ্চলের অন্যতম করোনা আক্রান্ত এলাকা বেরগামো। মঙ্গলবার দিবাগত রাত (৮ এপ্রিল) রাত ১টায় ইতালিতে করোনায় আরও এক রেমিট্যান্স যোদ্ধা সালাউদ্দীন সৈয়াল মারা যান।

৪২ বছর বয়েসী সালাউদ্দীন সৈয়াল বাংলাদেশ অ্যাসোসিয়েশন ও সেন্ট্রাল মসজিদের সভাপতির দায়িত্বে ছিলেন। পেশায় ব্যবসায়ী সালাউদ্দীন দীর্ঘ দিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। তিনি এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সালাউদ্দীন সৈয়াল বাংলালেশের শরীয়তপুর জেলার নড়িয়া থানার ভুমখাড়া ইউনিয়নের পাটদল গ্রামের নিবাসী। ইতালিতে স্বপরিবারে প্রায় ২৮ বছর ধরে বাস করছিলেন।

ইতালীতে এর আগে ২০ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে আরও তিন জন প্রবাসী বাংলাদেশি করোনায় মারা গেছেন। সকলেই বৃহত্তর লোম্বার্দিয়া অঞ্চলে বাস করতেন। এরমধ্যে ইতালীর শিল্পাঞ্চল মিলান শহরে তিন জন এবং বেরগামো শহরে একজন মারা গেলেন।