করোনা: একই টিভির ২৭ জন সাংবাদিক আক্রান্ত

0
818

ভারতের চেন্নাইয়ে একই টিভি চ্যানেলের ২৭ জন কর্মীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে টিভি চ্যানেলটি পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে।

ভারতের গণমাধ্যম জানিয়েছে, চেন্নাইয়ের একটি তামিল ভাষার টিভি চ্যানেলের একজন কর্মী প্রথমে করোনা ভাইরাসে আক্রান্ত হন। ১৯ এপ্রিল ওই টিভি চ্যানেলের ২৪ বছর বয়েসী একজন সাংবাদিকের দেহে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়। পরীক্ষার পর তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

মঙ্গলবার তার আরও ২৬ জন সহকর্মীর শরীরেও করোনা ভাইরাস শনাক্ত হয়।

একই সাথে ২৭ জন সংবাদকর্মী কোভিড-১৯ পজেটিভ হওয়ায় সংবাদ প্রচার বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। একই সাথে প্রশাসনিকভাবে ঘোষণা দিয়ে চ্যানেলটি পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে। ইতোমধ্যেই টেলিভিশন স্টেশনটিকে জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে।

চেন্নাই স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, ওই টিভি চ্যানেলের ২৭ জন সংবাদকর্মীর পরিবারের সব সদস্যকেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর বলছে, চেন্নাইয়ে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা হচ্ছে রায়পুরাম। ওই এলাকায় এ পর্যন্ত ৯৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। টেলিভিশন স্টেশনটিও রায়পুরাম এলাকাতেই অবস্থিত।