করোনা: একদিনে আক্রান্তের সংখ্যা পাঁচশ’ ছাড়ালো

0
581

গত ২৪ ঘন্টায় দেশে আরও ৪ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩১ জনে। দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৫০৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এটি একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। বর্তমানে এই ভাইরাসে মোট আক্রান্ত ৪ হাজার ৬৮৯ জন।

গত ২৪ ঘন্টায় করোনামুক্ত হয়েছেন ৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি গেছেন ১১২ জন।

গতকালের চেয়ে আজ আক্রান্ত বেড়েছে ৮৯ জন। গতকাল আক্রান্ত হয়েছিল ৪১৪ জন।

শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় দেশের ২১টি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ৩ হাজার ৬৮৬টি। গতকালের চেয়ে নমুনা পরীক্ষার হার ৭ দশমিক ৯ শতাংশ বেশি। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ৭৭৬টি।