করোনা: একদিনে মৃতের সংখ্যা দুই ডিজিটে

0
735

করোনা ভাইরাসে দেশে এক দিনে মৃতের সংখ্যা দুই ডিজিট ছুঁয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে বুধবার দুপুর থেকে পরবর্তী ২৪ ঘন্টায়। এই সময়ের মধ্যে দেশে ১০ জন মারা গেছেন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে। এ নিয়ে দেশে মোট ৬০ জনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় ২ হাজার ১৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৪১ জন। এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৭২ জন।

যারা মারা গেছেন তাদের সম্পর্কে ডাক্তার নাসিমা জানান, মৃতদের মধ্যে ৭০ থেকে ৮০ বছরের একজন, ৬১ থেকে ৭০ বছরের পাঁচ জন, ৫১ থেকে ৬০ বছরের তিন জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন রয়েছেন। তিনি জানান, মৃতদের মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী। তিনি আরও জানান, যে ১০ জন মারা গেছেন তাদের মধ্যে ৬ জন ঢাকার এবং ৪ জন ঢাকার বাইরের।