করোনা: একদিনে সর্বোচ্চ শনাক্ত

0
506

করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন ১৭৭ জন। মৃত দুইজনই ঢাকার বাইরের। গত ২৪ ঘন্টায় নতুন করে ৬৬৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এটি এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যা। বর্তমানে এই ভাইরাসে আক্রান্ত ৯ হাজার ৪৫৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ৬৩ জন।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, গতকালের চেয়ে আজ আক্রান্ত ১১৩ জন বেশি। গতকাল আক্রান্ত হয়েছিলেন ৫৫২ জন।

ডাক্তার নাসিমা সুলতানা জানান, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ২১৪টি। আগের দিন নমুনা সংগ্রহ হয়েছিল ৬ হাজার ১৯৩টি। নমুনা সংগ্রহ আগের দিনের তুলনায় ৯৭৯টি কম। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৫ হাজার ৩৬৮টি। আগের দিন পরীক্ষা হয়েছিল ৫ হাজার ৮২৭টি। গতকালের চেয়ে নমুনা পরীক্ষা ৪৫৯টি কম। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ৪৩৪টি।’