করোনা: একদিনে ৭০ হাজার আক্রান্ত

0
572

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে মারা গেছেন আরও ৫ হাজার ২৪২ জন। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ১৪১ জন।

বৃহস্পতিবার ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, এ পর্যন্ত মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭ লাখ ১ হাজার ৯২৪ জন। মোট মারা গেছেন ১ লাখ ৮৯ হাজার ৩০৮ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৭ লাখ ৪২ হাজার ২০২ জন।

গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২৫৭ জন। যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ১ হাজার ৫৭২ জন। এই পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৭০ হাজার ৯৭৪ জন। মোট মৃতের সংখ্যা ৪৯ হাজার ২৩১। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৫ হাজার ১০ জন।

মরণঘাতি এই ভাইরাসে ইতালিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৯৭৩ জন। মারা গেছেন ২৫ হাজার ৫৪৯ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪৬৪ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৪৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৫৭৬ জন।

স্পেনে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৩ হাজার ২৪ জন। মোট মৃতের সংখ্যা ২২ হাজার ১৫৭ জন। সুস্থ হয়েছেন ৮৯ হাজার ২৫০ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪৪০ জন।

ফ্রান্সে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৩৯ জন। মারা গেছেন ৫১৬ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ১৮৩ জন। ইউরোপের দেশটিতে মোট মারা গেছেন ২১ হাজার ৮৫৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪২ হাজার ৮৮ জন।

গত ২৪ ঘন্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৬ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ৮৯ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৭৮৪ জন। এ পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৪০৪ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৩ হাজার ৩০০ জন।

গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৮৩ জন। এ সময়ের মধ্যে মারা গেছেন ৬৩৮ জন। ইউরোপের দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৮ জন। মারা গেছেন ১৮ হাজার ৭৩৮ জন।

করোনা ভাইরাসের আতুর ঘর চীনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ জন। সেখানে টানা ষষ্ঠ দিনের মত কেউ মারা যায়নি। দেশটিতে এই নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৭৯৮ জন এবং এ পর্যন্ত মারা গেলেন ৪ হাজার ৬৩২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৭ হাজার ২০৭ জন।

এদিকে, বাংলাদেশে গত ২৪ ঘন্টায় ১৬ জন করোনামুক্ত হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি গেছেন ১০৮ জন। বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত ৪ হাজার ১৮৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ৪১৪ জন আক্রান্ত হয়েছেন। গতকালের চেয়ে আজ আক্রান্ত বেড়েছেন ২৪ জন। গতকাল আক্রান্ত হয়েছিল ৩৯০ জন। এ ছাড়া গত ২৪ ঘন্টায় দেশে আরও ৭ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৭।

এছাড়াও গত ২৪ ঘন্টায় বেলজিয়ামে ২২৮ জন (মোট ৬ হাজার ৪৯০), কানাডায় ১৬৭ জন (মোট ২ হাজার ১৪১), নেদারল্যান্ডসে ১২৩ জন (মোট ৪ হাজার ১৭৭), তুরস্কে ১১৫ জন (মোট ২ হাজার ৪৯১), মেক্সিকোতে ১১৩ জন (মোট ৯৭০), ইরানে ৯০ জন (মোট ৫ হাজার ৪৮১), সুইডেনে ৮৪ জন (মোট ২ হাজার ২১), রাশিয়ায় ৪২ জন (মোট ৫৫৫), পেরুতে ৪২ জন (মোট ৫৭২), ভারতে ৪০ জন (মোট ৭২১), স্যুইজারল্যান্ডে ৪০ জন (মোট ১ হাজার ৫৪৯), পর্তুগালে ৩৫ জন (মোট ৮২০), ব্রাজিলে ৩৪ জন (মোট ২ হাজার ৯৪০), পোল্যান্ডে ২৮ জন (মোট ৪৫৪), আয়ারল্যান্ডে ২৫ জন (মোট ৭৯৪), পাকিস্তানে ২৩ জন (মোট ২৩৫), ইকুয়েডরে ২৩ জন (মোট ৫৬০), রোমানিয়ায় ২১ জন (মোট ৫৪৫), ফিলিপাইনে ১৬ জন (মোট ৪৬২), ইউক্রেনে ১৩ জন (মোট ১৮৭), অস্ট্রিয়ায় ১২ জন (মোট ৫২২), ইন্দোনেশিয়ায় ১২ জন (মোট ৬৪৭), মিশরে ১১ জন (মোট ২৮৭), ডেনমার্কে ১০ জন (মোট ৩৯৪), মরক্কোতে ৬ জন (মোট ১৫৫), আলজেরিয়ায় ৫ জন (মোট ৪০৭), গ্রিসে ৪ জন (মোট ১২৫), ইসরায়েলে ৩ জন (মোট ১৯২), দক্ষিণ কোরিয়ায় ২ জন (মোট ২৪০) এবং অস্ট্রেলিয়ায় ১ জন (মোট ৭৫) মারা গেছেন।

https://www.worldometers.info/coronavirus/