করোনা: এ পর্যন্ত আক্রান্ত সাড়ে ২০ লাখ

করোনামুক্ত হলো গ্রীনল্যান্ড

0
684

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে মারা গেছেন আরও ৬ হাজার ৩৩২ জন। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৬৪৮ জন।

বুধবার ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, এ পর্যন্ত মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ৫০৮ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৯৩২ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৫ লাখ ৮ হাজার ৩৮৭ জন।

গ্রীনল্যান্ডে আক্রান্ত ১১ জনের প্রত্যেকেই সুস্থ হয়েছেন। সেখানে গত কয়েকদিনে নতুন করে কারও শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি। ফলে দেশটির নাগরিকরা আপাতত শঙ্কামুক্ত রয়েছেন বলে মনে করা হচ্ছে।

গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩৭ জন। বুধবারের হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ১ হাজার ৫৩৯ জন। এই পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৬ লাখ ২২ হাজার ৯২৩ জন। মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ৫৮৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৭ হাজার ৭০৭ জন।

মরণঘাতি এই ভাইরাসে ইতালিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ১৫৫ জন। মারা গেছেন ২১ হাজার ৬৪৫ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৫৭৮ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৬৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৯২ জন।

স্পেনে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৬৩৩ জন। মোট মৃতের সংখ্যা ১৮ হাজার ৫৭৯ জন। সুস্থ হয়েছেন ৭০ হাজার ৮৫৩ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩২৪ জন।

ফ্রান্সে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৬০ জন। মারা গেছেন ১ হাজার ৪৩৮ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮৬৩ জন। ইউরোপের দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৭ হাজার ১৬৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩০ হাজার ৯৫৫ জন।

গত ২৪ ঘন্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছে ৯৯৯ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ৯৭ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ২০৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৫৯২ জন। সুস্থ হয়েছেন ৭২ হাজার ৬০০ জন।

এদিকে, করোনা ভাইরাসের আতুর ঘর চীনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬ জন। গত ২৪ ঘন্টায় সেখানে মারা গেছেন ১ জন। দেশটিতে এই নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ২৯৫ জন এবং মারা গেলেন ৩ হাজার ৩৪২ জন।

গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬০৩ জন। এ সময়ের মধ্যে মারা গেছেন ৭৬১ জন। ইউরোপের দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ৪৭৬ জন। মারা গেছেন ১২ হাজার ৮৬৮ জন।

এছাড়াও গত ২৪ ঘন্টায় বেলজিয়ামে ২৮৩ জন (মোট ৪ হাজার ৪৪০), নেদারল্যান্ডসে ১৮৯ জন (মোট ৩ হাজার ১৩৪), সুইডেনে ১৭০ জন (মোট ১ হাজার ২০৩), কানাডায় ১০৩ জন (মোট ১ হাজার ৬), ইরানে ৯৪ জন (মোট ৪ হাজার ৭৭৭), মেক্সিকোতে ৭৪ জন (মোট ৪০৬), স্যুইজারল্যান্ডে ৬৫ জন (মোট ১ হাজার ২৩৯), ব্রাজিলে ৫৮ জন (মোট ১ হাজার ৫৯০), পর্তুগালে ৩২ জন (মোট ৫৯৯), রাশিয়ায় ২৮ জন (মোট ১৯৮), রোমানিয়ায় ২১ জন (মোট ৩৭২), পোল্যান্ডে ২৩ জন (মোট ২৮৬), পাকিস্তানে ১৫ জন (মোট ১১১), ফিলিপাইনে ১৪ জন (মোট ৩৪৯), ভারতে ১২ জন (মোট ৪০৫), ইন্দোনেশিয়ায় ১০ জন (মোট ৪৬৯), আলজেরিয়ায় ১০ জন (মোট ৩৩৬), ডেনমার্কে ১০ জন (মোট ৩০৯), অস্ট্রিয়ায় ৯ জন (মোট ৩৯৩), ইসরায়েলে ৭ জন (মোট ১৩০) মিশরে ৫ জন (মোট ১৮৩), দক্ষিণ কোরিয়ায় ৩ জন (মোট ২২৫) এবং অস্ট্রেলিয়ায় ২ জন (মোট ৬৩) মারা গেছেন।

এদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে গত ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫০ জনে। এছাড়া, গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২১৯ জন। একদিনে শনাক্তের এটি সর্বোচ্চ সংখ্যা। মোট সুস্থ হয়েছেন ৪৯ জন।

দেশে করোনা আক্রান্তে মোট সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৩১ জনে। সামাজিকভাবে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়ে যাওয়ায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করেছে।

https://www.worldometers.info/coronavirus/