গাজিপুরের কাপাসিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ জন কর্মকর্তা কর্মচারি করোনায় আক্রান্ত হয়েছেন। দুই দফায় তাদের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আগামীকাল রোববার থেকে তাদের জন্য আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে।
জানা গেছে, বুধবার রাতে পাওয়া রিপোর্টে ১৩ জনের কোভিড-১৯ পজেটিভ আসে। সবশেষ আজ শনিবার পাওয়া আরেক রিপোর্টে আরও ১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে অবস্থিত নার্সিং কলেজে আইসোলেশন ইউনিট স্থাপন করে রোববার থেকে আক্রান্ত স্টাফদের রাখার ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, কাপাসিয়া উপজেলায় এ পর্যন্ত ৬২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ঢাকার বাইরে কোন উপজেলায় এটি আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা।