রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) শনিবার জানিয়েছে, দেশে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ২ হাজার ১৪৪ জনে।
আইইডিসিআর বলছে, করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা মহানগরী। সারাদেশে মোট আক্রান্তের এক তৃতীয়াংশই ঢাকা মহানগরী এলাকার। আর ঢাকা বিভাগে আক্রান্ত তিন চতুর্থাংশ। দেখে নেয়া যাক দেশের কোন বিভাগ ও জেলায় কতোজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন: