করোনা: চিকিৎসক অঙ্গণে শোকের ছায়া

0
698

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডাক্তার মঈনুদ্দীন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মৃত্যুতে চিকিৎসক অঙ্গনে শোকের ছাড়া নেমে এসেছে।

বুধবার সকাল ৭টার কিছু আগে তিনি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাংলাদেশে করোনায় মত্যু হওয়া প্রথম চিকিৎসক ডাক্তার মঈনুদ্দীন।

ডাক্তার মঈনুদ্দীনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয় ৫ এপ্রিল। অবস্থার অবনতি হলে ৭ এপ্রিল তাকে হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়।

উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। শহীদ ডাক্তার শামসুদ্দীন আহমেদ হাসপাতাল থেকে তাকে আনা হয় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। সেখানেই তিনি আজ সকালে মারা যান। ডাক্তার মঈনুদ্দীন ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। তিনি মেডিসিন ও কার্ডিওলোজি বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।