করোনা টেস্টিং কিট উদ্ধার

0
616

রাজধানীর রাজারবাগের শহীদবাগ এলাকায় অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ করোনা টেস্টিং কিটসহ ৩ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৩) ভ্রাম্যমাণ আদালত।

তাদের নাম ও বিস্তারিত পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারি পরিচালক সুজয় সরকার এ খবর নিশ্চিত করেছেন। খবর: বাসস।

তিনি জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শহীদবাগ এলাকায় অভিযান চালায় র‌্যাব । সেখানে বিপুল পরিমাণ টেস্টিং কিট পাওয়া গেছে।

এএসপি সুজয় সরকার জানান, সেখান থেকে এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরও একটি গুদামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

পলাশ কুমার বসু গণমাধ্যমকে জানান, রাজারবাগ পুলিশ লাইনসের ২ নম্বর গেইটের বিপরীতে শহীদবাগ মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ করোনা টেস্টিং কিট জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, এসব টেস্টিং কিট অন্য কারো কাছে রাখার সুযোগ নেই। কিভাবে কিটগুলো তাদের কাছে এলো তা জানার চেষ্টা চলছে।