করোনা বিতর্কে নারায়ণগঞ্জের ফতুল্লায় জীবন গেল এক ব্যবসায়ীর। বর্তমান পরিস্থিতিতে দোকান বন্ধ ও খোলা রাখা নিয়ে তর্কের জেরে খুন হলেন শরীফ হোসেন নামক ২৬ বছর বয়েসী এক ব্যবসায়ী।
বুধবার বেলা ১১টার দিকে ফতুল্লার দেওভোগ এলাকার আদর্শনগরে এ ঘটনা ঘটে।
নিহত শরীফ আদর্শনগর এলাকার আলাল মাদবরের ছেলে। তিনি ইলেকট্রিক ও হার্ডওয়্যার পণ্যের ব্যবসা করতেন।
জানা যায়, শরীফ সকালে তার হার্ডওয়ারের দোকান খোলেন। এর কিছুক্ষণ পর স্থানীয় যুবক রাব্বী ও শাকিলসহ কয়েকজন এসে দোকান বন্ধ করতে বলেন। এ নিয়ে শরীফের সাথে যুবকদের তর্ক হয়। তর্ক গড়ায় মারধরে। এক পর্যায়ে যুবকরা শরীফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আশপাশের লোকজন শরীফকে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন।