করোনা ভাইরাসের জন্য নির্ধারিত কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের ৬ জন চিকিৎসককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে তারা কর্মস্থলে উপস্থিত না থাকায় এ ব্যবস্থা নেয়া হয়েছে।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডাক্তার মোহাম্মদ বেলাল হোসেন দু’টি পৃথক আদেশে এই ৬ চিকিৎসককে বরখাস্ত করেন।
একটি আদেশে বরখাস্ত হওয়া চার চিকিৎসক হলেন: জুনিয়র কনসালটেন্ট ডাক্তার হীরক চন্দ্র রায়, মেডিকেল অফিসার ডাক্তার ফারহানা হাসনাত, মেডিকেল অফিসার ডাক্তার উর্মি পারভীন, মেডিকেল অফিসার ডাক্তার কাওসার উল্লাহ।
তাদের আদেশে বলা হয়, কর্মস্থলে অনুপস্থিত থাকায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের টেলিফোনিক নির্দেশে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ধারা ১২ মোতাবেক সাময়িক বরখাস্ত করা হলো।
অপর একটি আদেশে সাময়িক বরখাস্ত করা হয় দুই জন চিকিৎসককে। তারা হলেন: জুনিয়র কনসালটেন্ট ডাক্তার শারমিন হোসেন ও আবাসিক চিকিৎসক ডাক্তার মুহাম্মদ ফজলুল হক।
এই দুইজনের আদেশে বলা হয়, রোগীদের চিকিৎসা করার ক্ষেত্রে অনীহা প্রকাশ করে কর্মস্থলে অনুপস্থিত থাকায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের টেলিফোনিক নির্দেশে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ধারা ১২ মোতাবেক সাময়িক বরখাস্ত করা হলো।
দুই আদেশে আরও বলা হয়, এই আদেশে মহাপরিচালকের অনুমোদন রয়েছে এবং এই আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে।