করোনা: দুই শতাধিক পুলিশ আক্রান্ত

0
621

করোনা ভাইরাসে সারাদেশে ২১৮ জন পুলিশ আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে কনস্টেবলের সংখ্যা বেশি। তবে পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তাও আক্রান্ত হয়েছেন প্রাণঘাতি এই ভাইরাসে।

বৃহস্পতিবার পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আক্রান্ত ১৮২ জন ছাড়া আরও ৬৫২ জন পুলিশ সদস্য কোয়ারেন্টাইনে আছেন।

করোনা ভাইরাসে পুলিশের আক্রান্ত হওয়ার তথ্য জানিয়ে বলা হয়, পুলিশ সদস্যরা মানুষের সুরক্ষায় হাসিমুখে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, হচ্ছেন আক্রান্ত ও স্থাপন করছেন অনুকরণীয় দৃষ্টান্ত।

জানা গেছে, কোভিড-১৯ রোগে আক্রান্ত ২১৮ জন পুলিশের মধ্যে ঢাকা মহানগরেরই ১১৭ জন রয়েছেন। এছাড়াও গাজীপুরের ২৬ জন, নারায়ণগঞ্জের ১৬ জন ও গোপালগঞ্জের ১৮ জন, কিশোরগঞ্জের ৯ জন রয়েছেন। বাকি ৩২ জন অন্যান্য জেলার। সে সব প্রতিটি জেলায় আক্রান্তের সংখ্যা কিশোরগঞ্জের চেয়ে কম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমাদের দুই লক্ষাধিক সদস্যের একটি বড় অংশ সরাসরি মাঠে থেকে করোনা ভাইরাসের বিস্তার রোধে কাজ করছেন। একই সাথে অপরাধ দমন ও আসামি গ্রেফতার করে আদালতে পাঠানোর কাজও করছেন।

এর বাইরে আবশ্যিক খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরী সেবার সঙ্গে যুক্ত ব্যবসআ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে নিরাপত্তা দেওয়া, দ্রব্য সামগ্রির মূল্য নিয়ন্ত্রণ, মজুতদারি ও কালোবাজারি রোধ, সরকারি ত্রাণ ও টিসিবি’র পণ্য বিতরণে অনিয়মের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণেও পুলিশ ভূমিকা রাখছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসে রোগীর মৃত্যু হলে জীবনের ঝুঁকি নিয়ে ও যথাযথ সম্মানের সঙ্গে তার সৎকার করা হচ্ছে। ইতোমধ্যে পুলিশের সদস্যরা সরকারি-বেসকারি প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষের কাছে অনুকরণীয় হয়ে উঠেছেন।

ঝুঁকিপূর্ণ এসব কাজ করতে পুলিশ সদস্যরা আক্রান্ত হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার বিষয়ে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশে এ বিষয়ে পর্যাপ্ত আয়োজন রাখা হয়েছে। তাদের সুস্থ করে তুলতে পুলিশ হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সদ্য যোগদানকারী পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ ব্যক্তিগতভাবে সদস্যদের খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।