গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মোট ১০১ জনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘন্টায় আরও ৪৯২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সব মিলিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯৪৮ জন।
সোমবার দুপুরে অনলাইন লাইভ ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডাক্তার নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, নতুন করে ১০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৮৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি পিপিই চিকিৎসা সামগ্রি গ্রহণ এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে বিতরণের তথ্য জানান।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় ২ হাজার ৭৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৪৯২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন। আক্রান্ত রোগীদের মধ্যে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। ৩২ দিনের ব্যবধানে দেশে মৃতের সংখ্যা একশ’ ছাড়ালো। এছাড়া ৪২ দিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ হাজারে পৌঁছেছে।