করোনা: দেশে সামাজিক সংক্রমণ বেড়েছে

0
540

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৯ জনে। এছাড়া, গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৮২ জন। একদিনে শনাক্তের এটি সর্বোচ্চ সংখ্যা।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি

দেশে করোনা আক্রান্তে মোট সংখ্যা দাঁড়ালো ৮০৩ জনে। তবে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩ জন। এ নিয়ে মোট ৪২ জন সুস্থ হয়েছেন। সামাজিকভাবে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়ে যাওয়ায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

সোমবার দুপুরে অনলাইন লাইভ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ সব তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘন্টায় ১ হাজার ৫৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৮২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে মারা গেছেন ৫ জন। সুস্থ হয়েছেন তিন জন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে সামাজিকভাবে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়ে গেছে। তাই সংক্রমণ থেকে মুক্তি পেতে ঘরে অবস্থানের বিকল্প নেই।

মন্ত্রী জানান, তিনটি নতুন কোয়ারেন্টাইন সেন্টার তৈরি হচ্ছে। বসুন্ধরা কনভেনশন সেন্টার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পুরনো ভবন ও দিয়া বাড়িতে এই সেন্টারগুলো তৈরি হচ্ছে। এছাড়া বেসরকারি হাসপাতালগুলোর তালিকা হচ্ছে কোভিড-১৯ চিকিৎসার জন্য। তাদের সাথে আলোচনা চলছে।

জাহিদ মালেক জানান, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি ভবন করোনা ভাইরাসের চিকিৎসার জন্য তৈরি করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জেলায় জেলায় বেসরকারি হাসপাতালগুলোও করোনা চিকিৎসার জন্য তালিকায় যোগ হচ্ছে।