গত ২৪ ঘন্টায় দেশে আরও ১৬২ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ১ হাজার ৭৫৬ জন পুলিশ সদস্য কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৭ জন মারা গেছেন। এছাড়া ১৬৫ জন সুস্থ হয়েছেন।
সোমবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ কথা জানিয়েছে। রোববার পর্যন্ত আক্রান্ত পুলিশের সংখ্যা ছিল ১ হাজার ৫৯৪ জন। আক্রান্তদের মধ্যে শুধু ডিএমপি সদস্যই ৮১০ জন। এদের অধিকাংশই মাঠ পর্যায়ের সদস্য।
ডিএমপি জানিয়েছে, আক্রান্তদের মধ্যে দুই জন অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ও একজন সহকারি পুলিশ কমিশনার (এসি) রয়েছেন।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন সন্দেহভাজন আরও ১ হাজার ১০৩ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া আক্রান্তদের সংস্পর্শে আসায় ৪ হাজার ৮০৩ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
উল্লেখ্য, পেশাজীবীদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন পুলিশ সদস্যরা। তাদের পরেই রয়েছেন নার্স, চিকিৎসক ও স্বাস্থ্যসেবার সাথে জড়িতরা। এরপরের অবস্থানে পরিচ্ছন্নতা কর্মী ও গণমাধ্যমকর্মীরা আক্রান্ত হয়েছেন।
সোমবার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১১ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৩৯ জন। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৩৪ জন। বর্তমানে এই ভাইরাসে আক্রান্ত ১৫ হাজার ৬৯১ জন। গত এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৯০২ জন।