করোনা: বিশ্বজুড়ে পরিস্থিতির পরিবর্তন নেই

0
621

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে মারা গেছেন আরও ৪ হাজার ৩১৩ জন। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৫৪৭ জন।

সোমবার ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, এ পর্যন্ত মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৯ হাজার ৮০৪ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৫০৭ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৪ লাখ ৪০ হাজার ৪৩৯ জন।

গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩২ জন। সোমবারের হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ৯৭২ জন। এই পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭৭ হাজার ৩৩২ জন। মোট মৃতের সংখ্যা ২৩ হাজার ৭৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৯০৭ জন।

মরণঘাতি এই ভাইরাসে ইতালিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৫১৬ জন। মারা গেছেন ২০ হাজার ৪৬৫ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৫৬৬ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৫৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৪৩৫ জন।

স্পেনে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৪৯৬ জন। মোট মৃতের সংখ্যা ১৭ হাজার ৪৮৯ জন। সুস্থ হয়েছেন ৬৪ হাজার ৭২৭ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৮০ জন।

ফ্রান্সে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৫৭৪ জন। গত দিনে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৮৮ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৭৭৯ জন। সোমবার পর্যন্ত ইউরোপের দেশটিতে মোট মারা গেছেন ১৪ হাজার ৯৬৭ জন। সুস্থ হয়েছেন ২৭ হাজার ৭১৮ জন।

গত ২৪ ঘন্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছে ৩৫৪ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ২১ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ২০৮ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৪৩ জন। সুস্থ হয়েছেন ৬৪ হাজার ৩০০ জন।

এদিকে, করোনা ভাইরাসের আতুর ঘর চীনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৮ জন। গত ২৪ ঘন্টায় সেখানে মারা গেছেন ২ জন। দেশটিতে এই নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ১৬০ জন এবং মারা গেলেন ৩ হাজার ৩৪১ জন।

গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৪২ জন। এ সময়ের মধ্যে মারা গেছেন ৭১৭ জন। ইউরোপের দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৮ হাজার ৬২১ জন। মারা গেছেন ১১ হাজার ৩২৯ জন।

এছাড়াও গত ২৪ ঘন্টায় বেলজিয়ামে ৩০৩ জন (মোট ৩ হাজার ৯০৩), ইরানে ১১১ জন (মোট ৪ হাজার ৫৮৫), তুরস্কে ৯৯ জন (মোট ১ হাজার ২৯৬),  নেদারল্যান্ডসে ৮৬ জন (মোট ২ হাজার ৮২৩),কানাডায় ৫০ জন (মোট ৭৬৭), স্যুইজারল্যান্ডে ৩২ জন (মোট ১ হাজার ১৩৮), ইন্দোনেশিয়ায় ২৬ জন (মোট ৩৯৯), ভারতে ২৭ জন (মোট ৩৫৮), মেক্সিকোতে ২৩ জন (মোট ২৯৬), পর্তুগালে ৩১ জন (মোট ৫৩৫), ইকুয়েডরে ২২ জন (মোট ৩৫৫), ফিলিপাইনে ১৮ জন (মোট ৩১৫), রাশিয়ায় ১৮ জন (মোট ১৪৮), রোমানিয়ায় ১৫ জন (মোট ৩৩১), পোল্যান্ডে ১৩ জন (মোট ২৪৫), আলজেরিয়ায় ২০ জন (মোট ৩১৩), অস্ট্রিয়ায় ১৮ জন (মোট ৩৬৮), ডেনমার্কে ১২ জন (মোট ২৮৫), সুইডেনে ২০ জন (মোট ৯১৯), মিশরে ৫ জন (মোট ১৬৪), পাকিস্তানে ২ জন (মোট ৯৩), ব্রাজিলে ৪৭ জন (মোট ১ হাজার ২৭০), দক্ষিণ কোরিয়ায় ৩ জন (মোট ২১৭) এবং ইসরায়েলে ১৩ জন (মোট ১১৬) মারা গেছেন।

এদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৯ জনে। এছাড়া, গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৮২ জন। একদিনে শনাক্তের এটি সর্বোচ্চ সংখ্যা।

দেশে করোনা আক্রান্তে মোট সংখ্যা দাঁড়ালো ৮০৩ জনে। তবে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩ জন। এ নিয়ে মোট ৪২ জন সুস্থ হয়েছেন। সামাজিকভাবে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়ে যাওয়ায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

https://www.worldometers.info/coronavirus/