করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে মারা গেছেন আরও ৪ হাজার ১৭০ জন। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ২০৫ জন।
রোববার ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, বিশ্বজুড়ে এ পর্যন্ত মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ৮৮ হাজার ৯৭১ জন। মোট মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ২১৭ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৬ লাখ ১৩ হাজার ৪৪৯ জন।
গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮১০ জন। যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ১ হাজার ১১৫ জন। এই পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৫৬ হাজার ৬০২ জন। মোট মৃতের সংখ্যা ৪০ হাজার ১২৯। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৮২৮ জন।
মরণঘাতি এই ভাইরাসে ইতালিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৯৭২ জন। মারা গেছেন ২৩ হাজার ৬৬০ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪৩৩ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৭ হাজার ৫৫ জন।
স্পেনে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ৯৪৪ জন। মোট মৃতের সংখ্যা ২০ হাজার ৪৫৩ জন। সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৩৫৭ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪১০ জন।
ফ্রান্সে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৭৮৫ জন। মারা গেছেন ৩৯৫ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫২ হাজার ৫৭৮ জন। ইউরোপের দেশটিতে মোট মারা গেছেন ১৯ হাজার ৭১৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৫৭৮ জন।
গত ২৪ ঘন্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছে ৬৬৩ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ৯ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৩৮৭ জন। এ পর্যন্ত মারা গেছেন ৪ হাজার ৫৪৭ জন। সুস্থ হয়েছেন ৮৮ হাজার জন।
করোনা ভাইরাসের আতুর ঘর চীনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ জন। গত ২৪ ঘন্টায় সেখানে টানা দ্বিতীয় দিনের মত কেউ মারা যায়নি। দেশটিতে এই নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৭৩৫ জন এবং মারা গেলেন ৪ হাজার ৬৩২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৬২ জন।
গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৫০ জন। এ সময়ের মধ্যে মারা গেছেন ৫৯৬ জন। ইউরোপের দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ২০ হাজার ৬৭ জন। মারা গেছেন ১৬ হাজার ৬০ জন।
এদিকে, করোনায় গত ২৪ ঘন্টায় বাংলাদেশে আরও ৭ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১ জনে। এছাড়া, করোনা ভাইরাসে আক্রান্ত ২ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৩১২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৪৫৬ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরো ৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৫ জন।
এছাড়াও গত ২৪ ঘন্টায় বেলজিয়ামে ২৩০ জন (মোট ৫ হাজার ৬৮৩), তুরস্কে ১২৭ জন (মোট ২ হাজার ১৭), মেক্সিকোতে ১০৪ জন (মোট ৬৫০), ইরানে ৮৭ জন (মোট ৫ হাজার ১১৮), নেদারল্যান্ডসে ৮৩ জন (মোট ৩ হাজার ৬৮৪), রাশিয়ায় ৪৮ জন (মোট ৩৬১), ইন্দোনেশিয়ায় ৪৭ জন (মোট ৫৮২), কানাডায় ৩৯ জন (মোট ১ হাজার ৫০৯), আয়ারল্যান্ডে ৩৯ জন (মোট ৬১০), ভারতে ৩৫ জন (মোট ৫৫৬), সুইডেনে ২৯ জন (মোট ১ হাজার ৫৪০), পর্তুগালে ২৭ জন (মোট ৭১৪), স্যুইজারল্যান্ডে ২৫ জন (মোট ১ হাজার ৩৯৩), পাকিস্তানে ২৫ জন (মোট ১৬৮), রোমানিয়ায় ২৪ জন (মোট ৪৪৫), ইকুয়েডরে ১৮ জন (মোট ৪৭৪), পোল্যান্ডে ১৩ জন (মোট ৩৬০), ফিলিপাইনে ১২ জন (মোট ৪০৯), ব্রাজিলে ১১ জন (মোট ২ হাজার ৩৭২), অস্ট্রিয়ায় ৯ জন (মোট ৪৫২), ডেনমার্কে ৯ জন (মোট ৩৫৫), ইউক্রেনে ৮ জন (মোট ১৪১), আলজেরিয়ায় ৮ জন (মোট ৩৭৫), ইসরায়েলে ৭ জন (মোট ১৭১), গ্রিসে ৩ জন (মোট ১১৩), দক্ষিণ কোরিয়ায় ২ জন (মোট ২৩৪), মরক্কোতে ১ জন (মোট ১৩৮) এবং অস্ট্রেলিয়ায় ১ জন (মোট ৭১) মারা গেছেন।