করোনা: ভারতে মৃতের সংখ্যা হাজার ছাড়ালো

0
475

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়ালো। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১ হাজার ৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩১ হাজার ৩৩২ জন।

বুধবার সকালে দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ৭৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৬৯৫ জন।

ভারতের গণমাধ্য জানাচ্ছে, আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এরপরই রয়েছে গুজরাট ও দিল্লি।

আক্রান্তের মত মৃত্যুর দিক থেকেও সংখ্যা বেশি মহারাষ্ট্রে। পুরো ভারতে যেখানে ১ হাজার ৭ জনের মৃত্যু হয়েছে, তারমধ্যে শুধু মহারাষ্ট্রেই মারা গেছেন ৪০০ জন। সেখানে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩১৮ জন।