করোনা: মৃতের সংখ্যা বেড়েই চলছে

0
348

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ৩ হাজার ৭৮২ জন। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ১৮১ জন, যা আগের দিন ছিল ৫১ হাজার ৩২২ জন।

মঙ্গলবার ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, এ পর্যন্ত মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১ লাখ ১০ হাজর ৬৯৬ জন। মোট মারা গেছেন ২ লাখ ১৫ হাজার ২৩১ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৯ লাখ ৪৪ হাজার ৫৯৫ জন।

গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯০৩ জন। যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ১ হাজার ৬৫ জন। এই পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ১০ লাখ ২২ হাজার ২৫৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ৫৭ হাজার ৮৬২ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৯২৭ জন।

মরণঘাতি এই ভাইরাসে ইতালিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ১ হাজার ৫০৫ জন। মারা গেছেন ২৭ হাজার ৩৫৯ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৮২ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৯৪১ জন।

স্পেনে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩২ হাজার ১২৮ জন। মোট মৃতের সংখ্যা ২৩ হাজার ৮২২ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৯০৩ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩০১ জন।

ফ্রান্সে গত ২৪ ঘন্টা ছির ফ্রান্সের জন্য স্বস্তির। এই প্রথম দেশটিতে টানা ২৪ ঘনআয় কারও শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি এবং কেউ মারা যাননি। ফলে দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত ও মৃতের সংখ্যা অপরিবর্তিত রয়েছে। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৮৪২ জন। মারা গেছেন ২৩ হাজার ২৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৫ হাজার ৫১৩ জন।

গত ২৪ ঘন্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছে ৪৮১ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ৫১ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ২৩৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ৬ হাজার ১৭৭ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪০০ জন।

গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৯৬ জন। এ সময়ের মধ্যে মারা গেছেন ৫৮৬ জন। ইউরোপের দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬১ হাজার ১৪৫ জন। মারা গেছেন ২১ হাজার ৬৭৮ জন।

করোনা ভাইরাসের আতুর ঘর চীনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ জন। সেখানে টানা নয় দিন পর সোমবার ১ জন মারা যায়, তবে মঙ্গলবার সেখানে নতুন করে মৃত্যুর ঘটনা ঘটেনি। দেশটিতে এই নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৮৩৬ জন এবং এ পর্যন্ত মারা গেলেন ৪ হাজার ৬৩৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৫৫৫ জন।

এদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বাংলাদেশে আরও ৩ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৫ জনে। গত ২৪ ঘন্টায় নতুন ৫৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে আক্রান্ত ৬ হাজার ৪৬২ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি গেছেন ১৩৯ জন।

এছাড়াও গত ২৪ ঘন্টায় ইকুয়েডরে ২০৮ জন (মোট ৮৭১), ব্রাজিলে ১৩১ জন (মোট ৪ হাজার ৬৭৪), বেলজিয়ামে ১২৪ জন (মোট ৭ হাজার ৩৩১), তুরস্কে ৯২ জন (মোট ২ হাজার ৯৯২), মেক্সিকোতে ৮৩ জন (মোট ১ হাজার ৪৩৪), সুইডেনে ৮১ জন (মোট ২ হাজার ৩৫৫), রাশিয়ায় ৭৩ জন (মোট ৮৬৭), ইরানে ৭১ জন (মোট ৫ হাজার ৮৭৭), কানাডায় ৬২ জন (মোট ২ হাজার ৭৬৯), আয়ারল্যান্ডে ৫৭ জন (মোট ১ হাজার ১৫৯), নেদারল্যান্ডসে ৪৮ জন (মোট ৪ হাজার ৫৬৬), স্যুইজারল্যান্ডে ৩৪ জন (মোট ১ হাজার ৬৯৯), পোল্যান্ডে ৩৪ জন (মোট ৫৯৬), মিশরে ২২ জন (মোট ৩৫৯), রোমানিয়ায় ২২ জন (মোট ৬৬৩), পর্তুগালে ২০ জন (মোট ৯৪৮), অস্ট্রিয়ায় ২০ জন (মোট ৫৬৯), পাকিস্তানে ২০ জন (মোট ৩১২), ইউক্রেনে ১৯ জন (মোট ২৩৯), ফিলিপাইনে ১৯ জন (মোট ৫৩০), ইন্দোনেশিয়ায় ৮ জন (মোট ৭৭৩), ডেনমার্কে ৭ জন (মোট ৪৩৪), ইসরাইলে ৪ জন (মোট ২০৮), আলজেরিয়ায় ৫ জন (মোট ৪৩৭), মরক্কোতে ৩ জন (মোট ১৬৫), গ্রিসে ২ জন (মোট ১৩৮), দক্ষিণ কোরিয়ায় ১ জন (মোট ২৪৪) এবং অস্ট্রেলিয়ায় ১ জন (মোট ৮৪) মারা গেছেন।

https://www.worldometers.info/coronavirus/