করোনা: মৃতের সংখ্যা ২ লাখ ছাড়ালো

0
652

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে মারা গেছেন আরও ৫ হাজার ৮০ জন। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ৮৮২ জন।

শনিবার ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, এ পর্যন্ত মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯ লাখ ২ হাজার ৭০৮ জন। মোট মারা গেছেন ২ লাখ ২ হাজার ১৭৯ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৮ লাখ ৩১ হাজার ১৬ জন।

গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৮৪৭ জন। যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ১ হাজার ২৭৮ জন। এই পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৪৮ হাজার ৭৯ জন। মোট মৃতের সংখ্যা ৫৩ হাজার ৪৭১। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৭ জন।

মরণঘাতি এই ভাইরাসে ইতালিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৩৫১ জন। মারা গেছেন ২৬ হাজার ৩৮৪ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪১৫ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৫৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৩ হাজার ১২০ জন।

স্পেনে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৭৫৯ জন। মোট মৃতের সংখ্যা ২২ হাজার ৯০২ জন। সুস্থ হয়েছেন ৯৫ হাজার ৭০৮ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৭৮ জন।

ফ্রান্সে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৬০ জন। মারা গেছেন ৩৬৯ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬১ হাজার ৪৮৮ জন। ইউরোপের দেশটিতে মোট মারা গেছেন ২২ হাজার ৬১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৫৯৪ জন।

গত ২৪ ঘন্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছে ৭৮৩ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ৮৩ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৭৮২ জন। এ পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৮৪৩ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৮০০ জন।

গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯১৩ জন। এ সময়ের মধ্যে মারা গেছেন ৮১৩ জন। ইউরোপের দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৩৭৭ জন। মারা গেছেন ২০ হাজার ৩১৯ জন।

করোনা ভাইরাসের আতুর ঘর চীনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ জন। সেখানে টানা অষ্টম দিনের মত কেউ মারা যায়নি। দেশটিতে এই নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৮১৬ জন এবং এ পর্যন্ত মারা গেলেন ৪ হাজার ৬৩২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৩৪৬ জন।

এদিকে, গত ২৪ ঘন্টায় বাংলাদেশে আরও ৯ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪০ জনে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৩০৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে এই ভাইরাসে আক্রান্ত ৪ হাজার ৯৯৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি গেছেন ১১২ জন।

এছাড়াও গত ২৪ ঘন্টায় ব্রাজিলে ২৪৮ জন (মোট ৩ হাজার ৯১৮), বেলজিয়ামে ২৩৮ জন (মোট ৬ হাজার ৯১৭), কানাডায় ১৬০ জন (মোট ২ হাজার ৪৬২), মেক্সিকোতে ১৫২ জন (মোট ১ হাজার ২২১), নেদারল্যান্ডসে ১২০ জন (মোট ৪ হাজার ৪০৯), তুরস্কে ১০৬ জন (মোট ২ হাজার ৭০৬), ইরানে ৭৬ জন (মোট ৫ হাজার ৬৫০), পেরুতে ৬৬ জন (মোট ৬৩৪), রাশিয়ায় ৬৬ জন (মোট ৬৮১), আয়ারল্যান্ডে ৪৯ জন (মোট ১ হাজার ৬৩), ভারতে ৪৫ জন (মোট ৮২৫), সুইডেনে ৪০ জন (মোট ২ হাজার ১৯২), রোমানিয়ায় ৩৪ জন (মোট ৬০১), ইন্দোনেশিয়ায় ৩১ জন (মোট ৭২০), পোল্যান্ডে ৩০ জন (মোট ৫২৪), পর্তুগালে ২৬ জন (মোট ৮৮০), ফিলিপাইনে ১৭ জন (মোট ৪৯৪), পাকিস্তানে ১৫ জন (মোট ২৬৮), ডেনমার্কে ১৫ জন (মোট ৪১৮), মিশরে ১৩ জন (মোট ৩০৭), স্যুইজারল্যান্ডে ১০ জন (মোট ১ হাজার ৫৯৯), ইউক্রেনে ৮ জন (মোট ২০১), অস্ট্রিয়ায় ৬ জন (মোট ৫৩৬), ইসরায়েলে ৪ জন (মোট ১৯৮), আলজেরিয়ায় ৪ জন (মোট ৪১৯), আর্জেন্টিনায় ৩ জন (মোট ১৭৯), অস্ট্রেলিয়ায় ১ জন (মোট ৮০) এবং  মরক্কোতে ১ জন (মোট ১৫৯)  মারা গেছেন।

https://www.worldometers.info/coronavirus/