করোনা ভাইরাস সংক্রমণ রোধে ভারত সরকার বাংলাদেশকে সার্জিক্যাল মাস্ক ও হেড কভার সহায়তা দিয়েছে। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার রিভা দাশ গাঙ্গুলী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আবদুল মোমেনের কাছে এই সহায়তা হস্তান্তর করেন।
বুধবার এই সহায়তা হস্তান্তর করা হয়। সহায়তা সামগ্রির মধ্যে রয়েছে ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক ও ১৫ হাজার হেড কভার।
ঢাকার ভারতীয় হাই কমিশন সহায়তা হস্তান্তর সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠায়। এতে বলা হয়, কোভিড-১৯ ভাইরাস বিস্তার মোকাবেলায় এসব সামগ্রি বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় সহায়ক হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অনুসারে প্রাথমিকভাবে ভারতে এক কোটি মার্কিন ডলার সহায়তা নিয়ে কোভিড-১৯ জরুরী তহবিল গঠিত হয়। পরে, বাংলাদেশ সরকারসহ সার্কের বিভিন্ন দেশ কোভিড-১৯ জরুরী তহবিলে অবদান রাখে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের সেরা অনুশীলনগলো বিনিময়ের জন্য ভারত ও বাংলাদেশের চিকিৎসক এবং অন্যান্য অংশীদারদের মধ্যে ভিডিও কনফারেন্স পরিচালনার প্রস্তুতিও চলছে।