করোনা: যুক্তরাজ্যে বেশি ঝুঁকিতে স্বাস্থ্যকর্মীরা

0
836

যুক্তরাজ্যের স্বাস্থ্যকর্মীরা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছেন। স্বাস্থ্যসেবা দিচ্ছেন এমন কর্মীদের যারা পরীক্ষা করিয়েছেন তাদের এক তৃতীয়ংশ করোনা ভাইরাসে আক্রান্ত।

যুক্তরাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, করোনার লক্ষণ থাকা প্রত্যক্ষ সেবাদানকারী স্বাস্থ্যকর্মী ও তাদের সংস্পর্শে থাকা পরিবারের ১৬ হাজার সদস্যদের পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৭৩৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

ব্রিটেনের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক জানিয়েছেন, স্বাস্থ্যকর্মী ও তাদের সংস্পর্শে আসা মানুষদের মধ্যে যাদের করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণ আছে তাদের পরীক্ষা করার সিদ্ধান্ত হয়েছে।