করোনা: যুক্তরাষ্ট্রে মারা গেছেন ১২২ জন বাংলাদেশি

করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি বাংলাদেশি মারা গেছেন যুক্তরাষ্ট্রে। এ পর্যন্ত ১২২ জন বাংলাদেশি মারা গেছেন দেশটিতে। শুধু নিউইয়র্কে গতকাল একদিনেই মারা গেলেন ১০ জন, যুক্তরাষ্ট্রজুড়ে মারা গেলেন ১১ বাংলাদেশি।

নিউইয়র্ক প্রবাসী আবুল হোসেন মারা যান গত বৃহস্পতিবার। ছবি: অন্তারপ মিউনিসিপ্যাল করপোরেশন ও জেলা কাউন্সিল সদস্য শারমীন শায়লার ফেসবুক টাইম লাইন থেকে নেয়া।

শনিবার নিউইয়র্ক শহরেই মারা গেছেন সাত বাংলাদেশি। এরা হলেন: সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক কর্মকর্তা খন্দকার মোসাদ্দেক আলী, নিউইয়র্ক পুলিশের ক্যাপ্টেন খন্দকার আবদুল্লাহর বাবা খন্দকার সাদেক, ট্রাফিক পুলিশ জয়দেব সরকার, গৃহবধু শারমীন আহমেদ নীলা, আজিজুন্নেসা, আসাদুজ্জামান লালা ও দেওয়ান আফজাল চৌধুরী।

নিউইয়র্কের আপস্টেট বাফেলো সিটিতে মারা গেছেন মোহাম্মদ জাকির ও শামসুস জহির।

এছাড়া লং আইল্যান্ডের বাসিন্দা ৭০ বছর বয়েসী এ জামানও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

শনিবার মেরিল্যান্ডে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আবদুল মালেক নামের এক চিকিৎসক। তার বয়স হয়েছিল ৮০ বছর।

এর আগে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত আড়াইটায় নিউইয়র্কের কুইন্স হাসপাতালে মারা যান আবুল হোসেন। ৬৪ বছর বয়েসী আবুল হোসেনরে গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামে। পেশায় ব্যবসায়ী আবুল হোসেন অনেক বছর ধরেই সপরিবারে নিউউয়র্কে বাস করছিলেন। কমিউনিটিতে তিনি সজ্জন মানুষ হিসেবে পরিচ্তি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *