করোনা রোধে প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

0
757
সোমবার বিকেলে সচিবালয়ে আয়োজিত জরুরী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য দেশে পাঁচশ’ জন চিকিৎসক প্রস্তুত আছেন বলে জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) পাঁচশ’ জন চিকিৎসকের তালিকা তৈরি করে তাদের করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রম্তুত রাখবে।

সোমবার বিকেলে সচিবালয়ে আয়োজিত জরুরী সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। আনোয়ারুল ইসলাম জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয়ভাবে সাধারণ ছুটি ঘোষণাসহ ১০টি নির্দেশনা দিয়েছেন। তবে কাঁচাবাজার, খাবার ও ওষুধের দোকান এবং জরুরী সেবামূলক প্রতিষ্ঠান ছুটির আওতামুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস বলেন, লকডাউন বলে কিছু নেই। দরকার সোশ্যাল ডিসট্যান্স। সরকার সবসময় এটাকে প্রাধান্য দিয়ে কাজ করেছে। জনগণের বিষয়টাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতির সাথে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ইতোমধ্যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতা দিবস… সব অনুষ্ঠানও বাতিল করেছেন। জনগণের দিকে তাকিয়ে তিনি এটা করেছেন।