করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আবদুল মাবুদ নামের ৫৩ বছর বয়েসি একজন ব্রিটিশ বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে।
বুধবার লন্ডন সময় সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর: দৈনিক যুগান্তর।
ডাক্তার মাবুদের পারিবারিক বন্ধু সাংবাদিক সৈয়দ মনসুর উদ্দীন শেখন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ডাক্তার আব্দুল মাবুদ লন্ডনের র্যমর্ফোডের কুইন এলিজাবেথ হাসপাতালের ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী ডাক্তার রানী চৌধুরীও লন্ডনের নিউহ্যাম হাসপাতালের চিকিৎসক। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনের কুইন এলিজাবেথ হাসপাতালে ২১ দিন ভর্তি ছিলেন ডাক্তার মাবুদ। এরপর চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান।