করোনা: শহীদুজ্জামান এমপি আক্রান্ত

0
734
ইস্রাফিল আলম এমপি'র ফেসবুক স্ট্যাটাস

সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নওগাঁ-২ আসনের আওয়ামী লীগের শহীদুজ্জামান সরকার করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম সংসদ সদস্য।

শুক্রবার রাতে শহীদুজ্জামন সরকারের কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সংসদে সরকার দলীয় চিফ হুইপ আতিউর রহমান আতিক। তিনি জানান, সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের সাথে তার কথা হয়েছে। হুইপকে তিনি নিজেই করোনা ভাইরাস পজেটিভ হওয়ার কথা জানান।

হুইপ জানান, শহীদুজ্জামান এমপি সবার কাছে নিজের জন্য দোয়া চেয়েছেন।

শুক্রবার রাতে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইস্রাফিল আলম ফেসবুকে দেয়া স্ট্যাটাসে বলেন, “উত্তরাঞ্চলের একজন মাননীয় সংসদ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হবার ঘটনায় আমি উদ্বিগ্ন। প্রার্থনা করি সৃষ্টিকর্তা তাকে যেন দ্রুত সুস্থ করেন। আমি তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।”

সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন।