দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৫৬৪ জনের করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৭ হাজার ৬৬৭ জন। গত ২৪ ঘন্টায় ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন ১৬৮ জন।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
গতকালের চেয়ে আজ আক্রান্ত ৭৭ জন কম। গতকাল আক্রান্ত হয়েছিলেন ৬৪১ জন। গতকালের চেয়ে আজ নমুনা পরীক্ষা কমেছে দশমিক ০৬ শতাংশ। এ ছাড়া গত ২৪ ঘন্টায় দেশে আরও ১০ জন করোনামুক্ত হয়েছেন। এ নিয়ে ১৬০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ডাক্তার নাসিমা সুলতানা জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬২৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগের দিন নমুনা সংগ্রহ হয়েছিল ৪ হাজার ৭০৬টি। আমাদের নমুনা সংগ্রহ আগের দিনের তুলনায় ১৯ দশমিক ৫৪ শতাংশ বেশি। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪ হাজার ৯৬৫টি। আগের দিন পরীক্ষা হয়েছিল ৪ হাজার ৯৬৮টি। গতকালের চেয়ে নমুনা পরীক্ষা প্রায় দশমিক ০৬ শতাংশ কম। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৪ হাজার ৬৬৬টি।