বিভিন্ন মন্ত্রণালয়ের ৬৪ জন সচিবকে জেলার দায়িত্ব ভাগ করে দিয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়। তারা করোনা ভাইরাস মোকাবেলা ও ত্রাণ (সহায়তা) ক্রার্যক্রম সমন্বয় করবেন।
সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ের এক প্রজ্ঞাপনে কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব বন্টন করা হয়। দায়িত্বপ্রাপ্তদের মধ্যে সিনিয়র সচিব, সচিব, সচিব পদমর্যাদার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন।
প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, কোভিড-১৯ প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পর্যায়ে চলমান ত্রাণ কার্যক্রম সুসমন্বয়ের জন্য সরকার ওই কর্মকর্তাদের জেলাভিত্তিক দায়িত্ব প্রদান করেছে।