পেশাজীবীদের মধ্যে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন পুলিশ সদস্যরা। গত ২৪ ঘন্টায় ১১৩ জন পুলিশ সদস্যে শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত পুলিশের ৫ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
রোববার দুপুরে পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে এ পর্যন্ত ৮৫৪ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার এ সংখ্যা ছিল ৭৪১ জন। আক্রান্ত ৮৫৪ জনের মধ্যে ৪৪৯ জনই ঢাকা মহানগর পুলিশের সদস্য।
পুলিশ সদর দফতর জানিয়েছে, এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৭ জন। এখনও আইসোলেশনে আছেন ৩১৫ জন। কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ২৫০ জন।
আক্রান্তদের মধ্যে পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তাও আছেন। তবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন কনস্টেবলরা।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার পাশাপাশি লকডাউনে জনগণকে অহেতুক ঘোরাঘুরি করা থেকে বিরত রাখতেও দায়িত্ব পালন করতে হচ্ছে পুলিশ সদস্যদের। প্রয়োজনীয় সুরক্ষা পোষাক ছাড়াই অধিকাংশ পুলিশকে দায়িত্ব পালন করতে হচ্ছে।