করোনা: সাংবাদিকদের জন্য বিএসএমএমইউ

0
712
ফাইল ছবি

সাংবাদিকদের কারও করোনা সংক্রান্ত পরীক্ষার প্রয়োজন হলে তাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেতে পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

সোমবার দুপুরে রাজধানীতে সরকারি বাসভবনে সীমিত সংখ্যক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথমন্ত্রী বলেন, ‘আমাদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যদি কোন সাংবাদিকের এ সংক্রান্ত পরীক্ষার প্রয়োজন হয় তারা যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।’ খবর: বাসস।

হাছান মাহমুদ বলেন, জরুরি সেবা নিশ্চিত করতে সাংবাদিকরা দিনরাত কাজ করে যাচ্ছেন। সেইসঙ্গে সকল গণমাধ্যম কার্যালয়ে সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী সরবরাহ নিশ্চিত করতে কর্তৃপক্ষদের আহ্বান জানান তথ্যমন্ত্রী।