করোনা: সিসিমপুরের ভিডিওগুলো

0
702

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারীর এই সময়টায় শিশু ও তাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষার জন্য সিসেমি ওয়ার্কশপ তৈরি করেছে নতুন ভিডিও ।

বাংলাদেশের সকল শিশু ও তাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সিসেমি ওয়ার্কশপ তৈরি করেছে নতুন অ্যানিমেটেড জনসচেতনতামূলক (পিএসএ) ভিডিও। এই ভিডিওগুলো পৃথিবীর ১৯টি ভাষায় ডাবিং করা হয়েছে। বাংলাভাষায় ডাবকৃত ভিডিওগুলো বাংলাদেশে প্রচারিত হবে বিভিন্ন টিভি চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে।

নতুন ভিডিওগুলোতে থাকছে এলমোর হাত ধোয়ার নতুন গান। আরো থাকছে সিসিমপুরের বন্ধুরা যারা শেখাবে হাঁচি দেয়ার ঠিক নিয়ম এবং নিজের যত্ন নেওয়ার মাধ্যমে কীভাবে অন্যের খেয়াল রাখা যায়।

নতুন যে ভিডিও প্রচারিত হতে যাচ্ছে তাতে অন্তর্ভুক্ত আছে:

  • এলমোর সাথে হাত ধোয়া: পরিবারের সবাই এলমোর সাথে গান গাইতে গাইতে ২০ সেকেন্ড ধরে হাত ধুতে পারে, যা সবাইকে জীবাণু থেকে সুরক্ষিত ও সুস্থ থাকতে সাহায্য করবে।
  • গ্রোভার-এর সাথে নিয়ম মেনে হাঁচি ও কাশি দিতে শেখা : শিশুদের প্রিয় নীল, লোমশ বন্ধু গ্রোভার সবাইকে মনে করিয়ে দেয়, যখন কারও নাকে বা গলায় সুরসুরি অনুভব হয় তখন যেন সে নিজের হাতের উপরিভাগে বা কনুইতে মুখ চেপে হাঁচি বা কাশি দেয়। এর ফলে সবাই জীবাণু থেকে দূরে থাকবে। যা করা ১,২,৩ গোনার মতই সহজ।
  • হাত ধোয়ার সময় : সিসিমপুরের বন্ধুরা  জানাবে কখন কখন হাত ধুতে হয়; যেমন-  হাঁচি এবং কাশি দেয়ার পরে, খাওয়ার আগে, খেলাধুলার পরে, ল্যাট্রিন ব্যবহারের পরে।
  • নিজের এবং অন্যের যত্ন নেওয়া: সিসিমপুরের বন্ধুরা জানাবে যখন তুমি নিজের যত্ন নাও তখন কীভাবে অন্যদেরও যত্ন নিয়ে থাক।

সিসেমি ওয়ার্কশপের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম জানিয়েছেন, ‘সিসিমপুর সব সময়ই শিশু ও তাদের পরিবারের পাশে আছে। সেটা যেকোনো উৎসবে হোক, আর দুর্যোগেই হোক। আর তাই এই সংকটকালীন সময়েও সিসিমপুর প্রতিজ্ঞাবদ্ধ শিশু ও তাদের পরিবারকে এই সংকট মোকাবেলা করতে ও ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী হতে সাহায্য করতে।’ সংবাদ বিজ্ঞপ্তি।

https://drive.google.com/drive/folders/1TtvYPIAMMISc4_z8ZO4pXNkxF8fSmaGm

https://drive.google.com/drive/folders/1TtvYPIAMMISc4_z8ZO4pXNkxF8fSmaGm

https://drive.google.com/drive/folders/1TtvYPIAMMISc4_z8ZO4pXNkxF8fSmaGm

https://drive.google.com/drive/folders/1TtvYPIAMMISc4_z8ZO4pXNkxF8fSmaGm

https://drive.google.com/drive/folders/1TtvYPIAMMISc4_z8ZO4pXNkxF8fSmaGm

https://drive.google.com/drive/folders/1TtvYPIAMMISc4_z8ZO4pXNkxF8fSmaGm